img

সেইফটি কমিটি ও সেইফটি ট্রেনিং প্রোগ্রাম (এসসিএসটি)

একটি ভাল নিরাপত্তা বিষয়ক কার্যক্রমের অন্যতম প্রধান উপাদান হলো নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ। একটি নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে, আরএসসি সক্রিয়ভাবে আওতাভুক্ত কারখানাসমূহে শ্রমিক-ম্যানেজমেন্ট-এর যৌথ অংশগ্রহণে গঠিত সেইফটি কমিটিকে প্রশিক্ষণ প্রদান করে। সেইফটি কমিটি

  • নিরাপত্তা ঝুঁকিসমূহ চিহ্নিতকরণে কারখানা পরিদর্শন পরিচালনা করে
  • শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কিত অভিযোগে সাড়া প্রদান করে
  • শ্রমিকদেরকে নিরাপত্তা ও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাসমূহ সম্পর্কে সক্রিয়ভাবে অবগত করে
  • কিভাবে এমন দূর্ঘটনাসমূহ প্রতিরোধ করা যায় তা জানতে কোম্পানির দূর্ঘটনা প্রতিবেদন পর্যালোচনা করে
  • প্রতি তিন মাসে অন্তত একবার নিয়মিতভাবে সাক্ষাৎ-এর চেষ্টা করে

সেইফটি কমিটি ও সেইফটি ট্রেনিং কার্যক্রমের হাইলাইটস

৮টি সেশনে সেইফটি কমিটির ট্রেনিং কারিকুলাম

প্রশিক্ষণের সেশনগুলো কারখানার সংস্কারকাজ তদারকি, স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কিত অভিযোগ ব্যবস্থাপনা, যৌথ অংশগ্রহণে সমস্যা সমাধান, ঝুঁকি চিহ্নিতকরণ এবং নিরাপত্তা পর্যবেক্ষন ব্যবস্থার ক্ষেত্রে সেইফটি কমিটির ভূমিকা তুলে ধরে। কোভিড-১৯ মহামারী চলাকালীন, আরএসসি কারখানার শ্রমিক এবং ম্যানেজমেন্টের জন্য একটি সম্পূর্ণ ভার্চুয়াল এসসিএসটি প্রোগ্রাম চালু করেছে।

imgSafety Committee Training
img emp_focus

সেইফটি কমিটি ওয়াক থ্রু (এসসিডব্লিওটি)

আরএসসিতে স্থানান্তরিত হওয়ার পর থেকে, বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ জনিত মহামারীর কারণে আরএসসি জুলাই ২০২০ থেকে সেইফটি কমিটি ও সেইফটি ট্রেনিং/ নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম (এসসিএসটি) অনলাইনের মাধ্যমে চলমান রেখেছে।

সেইফটি কমিটির সদস্যরা ছোট দলে বিভক্ত হয়ে আরএসসি’র প্রশিক্ষকদের সাথে সমন্বয় করে কারখানার নিরাপত্তা ও স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকিসমূহ চিহ্নিত করতে ওয়াক থ্রু করে থাকেন। আওতাভুক্ত কারখানাসমূহতে মূলত মাসে অন্তত একবার সেইফটি কমিটি ওয়াক থ্রু (এসসিডব্লিউটি) পরিচালিত হয়ে থাকে। সেইফটি কমিটির সুবিধার্থে আরএসসি প্রশিক্ষক এসসি (সেইফটি কমিটি) কে একটি চেকলিস্ট সরবরাহ করেন যা এসসি (সেইফটি কমিটি) কিভাবে এসসিডব্লিউটি পরিচালনা করতে হবে সে সম্পর্কিত একটি নির্দেশিকা হিসাবে ব্যবহার করতে পারেন। এসসিডব্লিউটি পরিচালনার সময় প্রাপ্ত সমস্যাসমূহ সম্পর্কে আওতাভুক্ত কারখানার সাধারণ কর্মীদের নোটিশ বোর্ডে পোস্টিং, পাবলিক অ্যাড্রেস (পিএ) সিস্টেমে ঘোষণা এবং/ বা এসসিডব্লিউটি পরিচালনার সময় কথোপকথনের মাধ্যমে অবহিত করা হয়। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী চলাকালীন আরএসসি গঠিত হয়েছিল বিধায় ওয়াক থ্রু পরিচালনা করা হয়নি কারণ আরএসসি ম্যানেজমেন্ট সকল কারখানার কর্মীদের পাশাপাশি আরএসসি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ ভাবে লক্ষ্য রাখছেন।

কারখানাসমূহতে সেইফটি কমিটির কার্যক্রম এবং সেইফটি কমিটির কারখানা পরিদর্শনের (এসসিডব্লিউটি) কার্যকারিতা মূল্যায়ন করার জন্য, আরএসসি ২০২০ সালের ডিসেম্বর থেকে অনলাইনের মাধ্যমে জরিপ ও সেশন কার্যক্রম অব্যাহত রেখেছে। এটি শেষ প্রশিক্ষণ সেশনে (প্রশিক্ষণ #৮) বা যে সকল কারখানায় আরএসসি’র নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে সেসব কারখানায় প্রয়োগ করা হয়।

অল-এমপ্লয়ি মিটিং

অল-এমপ্লয়ি মিটিংয়ের সময় কারখানার উৎপাদন বন্ধ রাখা হয় এবং উক্ত স্থানেই সকল শ্রমিক ও কর্তৃপক্ষের সদস্যদের সামনে একটি প্রেজেন্টেশন দেয়া হয়। সেইফটি কমিটির সদস্যদেরকে কর্মীদের সাথে পরিচিত করিয়ে দেয়া হয় এবং প্রায়শই সংগঠিত হওয়া নিরাপত্তার ঝুঁকিসমূহ কিভাবে চিহ্নিত করা ও কমিয়ে আনা যায়, অগ্নিকাণ্ডে বা অন্যান্য জরুরি অবস্থায় নিরাপদে কারখানা খালি করা এবং আরএসসি প্রণীত পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক অভিযোগ প্রক্রিয়া ব্যবহারের বিষয়ে তথ্যাদি প্রদান করা হয়। প্রতিটি মিটিংয়ের শেষে, শ্রমিকরা একটি বুকলেট পায় যেখানে উপস্থাপিত তথ্যাদি পুনর্ব্যক্ত থাকে। যেহেতু অল-এমপ্লয়ি মিটিংসমূহ (এইএম) কোভিড-১৯ এর কারণে স্থগিত করা হয়েছে, তাই সেইফটি কমিটির জন্য এইএম সম্পর্কিত আলোচ্যবিষয়সমূহ প্রশিক্ষণ # ৩ এবং # ৮-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।

imgRsc meeting

চলমান সমর্থন

সেইফটি কমিটিসমূহ যাতে কারখানা পর্যায়ে নিরাপত্তার বিষয়সমূহ নিশ্চিত করতে পারে সে বিষয়ে কমিটিসমূহ অব্যাহত সহায়তা প্রদান করছে যেমন- তাঁদের নিয়মিত মিটিংয়ের বিষয়টি সহজতর করা। সম্ভব হলেই, সেইফটি কমিটি কোন কারখানা পরিদর্শনে প্রাপ্ত আরএসসি’র শর্ত বাস্তবায়ন তদারকি করতে সম্পূর্নরূপে সম্পৃক্ত হয়।

img