আমরা কারা
আরএমজি সাস্টেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি) হল বাংলাদেশে নিরাপদ কর্মক্ষেত্র তৈরিতে যে উল্ল্যেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে তা এগিয়ে নিতে বেসরকারীভাবে ত্রিপক্ষীয় প্রতিনিধিত্বে গঠিত একটি অভূতপূর্ব জাতীয় উদ্যোগ। শিল্প সংগঠন (গার্মেন্টস নির্মাতা), আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড, এবং আন্তর্জাতিক ও স্থানীয় ট্রেড ইউনিয়ন- এই তিনটি অংশের প্রতিনিধিত্বকারী সদস্যবৃন্দের সমন্বয়ে আরএসসি প্রতিষ্ঠিত হয়।
আরএসসি কাঠামোগত, বৈদ্যুতিক, অগ্নি ও জীবনের নিরাপত্তা এবং বয়লার নিরাপত্তা বিষয়ক পরিদর্শন পরিচালনা, সংস্কার কাজে সহায়তা এবং সেগুলো পর্যবেক্ষণ, নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা এবং আওতাভুক্ত তৈরি পোশাক কারখানাসমূহের শ্রমিকদের জন্য ব্যবহার উপযোগী একটি স্বাধীন পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক অভিযোগ প্রক্রিয়া পরিচালনা করে থাকে।
কোম্পানিটির লক্ষ্য হচ্ছে কর্মক্ষেত্রে বিশ্বমানের টেকসই নিরাপত্তা বিষয়ক কার্যক্রমসমূহ প্রদান করা এবং তৈরি পোশাক শিল্পকে আরো নিরাপদ ও উত্তম কর্মক্ষেত্র হিসেবে গড়ে তোলা।



আমরা কী করি
আরএসসি কাঠামোগত, বৈদ্যুতিক, অগ্নি এবং বয়লার নিরাপত্তা বিষয়ক পরিদর্শন, সংস্কার কাজে প্রয়োজনীয় সহায়তা এবং এর তত্ত্বাবধান, নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম এবং বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) কারখানার শ্রমিকদের জন্য একটি স্বাধীন নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক অভিযোগ প্রক্রিয়া পরিচালনা করে থাকে।

কারখানা পরিদর্শন
স্বাক্ষরকারী কোম্পানিসমূহের জন্য উৎপাদন করে এমন সকল কারখানায় স্বাধীনভাবে নিয়মিত কাঠামোগত, বৈদ্যুতিক, অগ্নি এবং বয়লার নিরাপত্তার বিষয়গুলো পরিদর্শন করা হয়। আরএসসি কোভিড -১৯ মহামারীর মাঝেই এর কাঠামোগত, বৈদ্যুতিক এবং অগ্নি নিরাপত্তা বিষয়ক পরিদর্শন শুরু করেছে।

সংস্কার কাজ তত্ত্বাবধান
আরএসসি সংস্কার কাজের অগ্রগতি তদারকি এবং সংস্কার কাজে ব্র্যান্ডের সহায়তা নিশ্চিত করে থাকে। আপডেট করা সংশোধনমূলক কর্ম পরিকল্পনার (ক্যাপসমূহ) সাম্প্রতিক তথ্যাবলী অনলাইনে প্রকাশ ।

নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ
অল এমপ্লয়ি মিটিং (এইএম)-এর মাধ্যমে শ্রমিক-মালিক যৌথ সেইফটি কমিটিসমূহকে প্রশিক্ষণ দেয়া হয় এবং সকল কারখানার শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত অত্যাবশ্যক বিষয়গুলোর ব্যাপারে অবহিত করা হয়।

নিরাপত্তা বিষয়ক অভিযোগসমূহ নিষ্পত্তি
শ্রমিক এবং তাদের প্রতিনিধিদের অনিরাপদজনক কাজ প্রত্যাখ্যান করার অধিকার রয়েছে এবং তারা আরএসসি’র নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক অভিযোগ প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ উত্থাপন করতে পারেন।
